কুরবানির পশু হতে হবে দোষ-ত্রুটি মুক্ত। পশুর মধ্যে যেসব ত্রুটি থাকলে কোরবানি দেওয়া যাবে না, সেগুলো হচ্ছে : ১. দৃষ্টিশক্তি না থাকা। ২. শ্রবণশক্তি না থাকা। ৩. অত্যন্ত দুর্বল ও জীর্ণ-শীর্ণ হওয়া। ৪. এই পরিমাণ লেংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে অক্ষম। ৫. লেজের বেশির ভাগ অংশ কাটা। ৬. জন্মগতভাবে কান না থাকা। ৭. কানের বেশির ভাগ কাটা। ৮. গোড়াসহ শিং উপড়ে যাওয়া। ৯. পাগল হওয়ার কারণে ঘাস-পানি ঠিকমতো না খাওয়া। ১০. বেশির ভাগ দাঁত না থাকা। ১১. রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া। ১২. ছাগলের দুটি দুধের যেকোনো একটি কাটা। ১৩. গরু বা মহিষের চারটি দুধের যেকোনো দুটি কাটা। ১৩. উভয়লিঙ্গ হওয়া। ১৪. সর্বদা ময়লা-অবর্জনা খায় এমন পশু হলে। ১৫. যে সমস্ত হালাল পশুর সাথে মানুষ অপকর্ম করে, তা দ্বারা কুরবানী করাও মাকরুহ। তার গোস্ত খাওয়াও মাকরুহ।
Related Posts
RECENT POSTS
-
পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না sJul 8, 2024 | সালাত/নামায
-
পাঁচটি কাজের পাঁচটি পুরস্কার sJul 8, 2024 | ইসলামী জীবন - আদর্শ