ইমাম আবূ হানীফা (রহ.) সহ কয়েকজন ফিকাহবিদ মাঠে বসে ফিকহী আলোচনা করছেন। পাশেই কয়েকটা ছেলে বল খেলতেছিল। ঘটনাক্রমেঃ খেলার বলটি ইমাম আবূ হানীফাদের মধ্যখানে এসে পড়ল। ছেলেগুলো কিংকর্তব্যবিমূঢ়! এটা তো চরম বেয়াদবী!বলটি কে আনবে? কীভাবে আনবে? উনারা কী বলবে? এই ভেবে কাঁচুমাচু!হঠাৎ একটি ছেলে লুঙ্গী উল্টিয়ে অহংকার ও উদ্যত ভাব প্রদর্শন করে বলটি নিয়ে আসল। অর্থাৎ সে এমনটি করে বুঝাতে চেয়েছে, মোল্লারা আর কী করবে? এদের সাথে বেয়াদবি করলেই বা আর কী!তখন ইমাম আবূ হানীফা (র) বললেন…এই সন্তানটি জারজ। এবং জোর দিয়েই বলছেন, তোমরা খোঁজ নিয়ে দেখো। সাথীরা আশ্চর্য! খোঁজ নিয়ে দেখা গেলো, সত্যি সত্যিই ছেলেটি জারজ।এবার সাথীরা প্রশ্ন করলেন হুজুর আপনি যা বলছেন তা সত্য, কিন্তু এত জোর দিয়ে বিষয়টি বললেন কীভাবে? আবূ হানীফার উত্তর- জারজ ছাড়া ওরাসাতুল আম্বিয়া তথা আলেমদের সাথে কেউ বেয়াদবী করতে পারে না, এটা আমি নিশ্চিত।
Related Posts
RECENT POSTS
-
পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না sJul 8, 2024 | সালাত/নামায
-
পাঁচটি কাজের পাঁচটি পুরস্কার sJul 8, 2024 | ইসলামী জীবন - আদর্শ