সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি মানব জাতিকে ماء دافق বা কুর্দনকারী পানি হতে সৃষ্টি করেছেন। তাদেরকে ঐ জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছেন যা সে জানতো না। দুরুদ – সালামের হাদিয়া – তোহফা ঐ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরণযুগে, যিনি সর্বযুগের সর্বোৎকৃষ্ট চরিত্রের ধারক ও বাহক। যাকে আল্লাহ তায়ালা সৃষ্টিকুলের জন্য শিক্ষক ও রহমত স্বরুপ প্রেরণ করেছেন। শ্রদ্ধা ভরে স্মরণ করছি সমস্ত আউলিয়ায়ে কামেলীনকে, যারা স্ব-স্ব যুগে পথহারা মানবকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। “আল- হামদুলিল্লাহ ওয়াশ শুকরুলিল্লাহ” বলে সেই মহান মুর্শেদ কিবলায়ে আলম মঃজিঃআঃর শুকরিয়া আদায় করছি, যার ছোহবতে এসে লাখো-লাখো বিপদগামী মানুষ সঠিক পথের দিকনির্দেশনা পেয়েছে ও পাচ্ছে। যিনি তার পুরো হায়াত মানুষকে সঠিক পথ ও মত আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মতাদর্শ শিক্ষা দানের জন্য কোরবানী দিয়ে যাচ্ছেন।
Related Posts
RECENT POSTS
-
পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না sJul 8, 2024 | সালাত/নামায
-
পাঁচটি কাজের পাঁচটি পুরস্কার sJul 8, 2024 | ইসলামী জীবন - আদর্শ