পাঁচটি কাজের পাঁচটি পুরস্কার

মনীষীরা বলেন- যে ব্যক্তি পাঁচটি কাজে বিরত থাকে আল্লাহ্ তা’আলা সে ব্যক্তি

থেকে পাঁচটি বিষয় নিবারণ করেন।

প্রথমত, যে ব্যক্তি যাকাত আদায়ে বিরত থাকে, আল্লাহ্ তার সম্পদের সংরক্ষণ

থেকে বিরত থাকেন ।

দ্বিতীয়ত, যে ব্যক্তি সদ্‌কা করা থেকে বিরত থাকে, আল্লাহ্ তার সুস্থতাকে

নিবারণ করেন ।

তৃতীয়ত, যে ব্যক্তি উশর আদায় থেকে বিরত থাকবে, আল্লাহ্ তার জমির

বরকত রোধ করবেন।

চতুর্থত, যে ব্যক্তি দু’আ করা থেকে বিরত থাকবে, আল্লাহ্ তার দু’আ কবুল করা

থেকেও বিরত থাকবেন।

পঞ্চমত, যে ব্যক্তি নামাযে আলসেমি করবে মৃত্যুর সময় তাকে কলেমা “লা

ইলাহা ইল্লাল্লাহ” পাঠ করা থেকে বাধাগ্রস্ত করা হবে।

হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন-তোমাদের কেউ সুস্থ অর্থলোভী অবস্থায় যে

এক দেরহাম সদকা করে তা তার মৃত্যুর সময়ের একশো দেরহামের অসিয়ত

অপেক্ষা উত্তম ।

তাম্বীহুল গাফেলীন- ৩৩৭ পৃষ্ঠা