হুদায়বিয়ার সন্ধিকালে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিআল্লাহু আনহু কে দ্বিপাক্ষিক আলোচনার জন্য মক্কায় কুরাইশদের কাছে পাঠালেন। তখন কুরাইশরা হযরত উসমান রাদিআল্লাহু আনহু কে বললো – তুমি গিয়ে এ সুযোগে কা’বার তাওয়াফ সেরে নাও। রাসুল কে এ বছর তাওয়াফ করতে দেয়া হবেনা। তদুত্তরে হযরত উসমান রাদিআল্লাহু আনহু বললেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে উসমান কখনো তাওয়াফ করতে পারে না।
Related Posts
RECENT POSTS
-
পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না sJul 8, 2024 | সালাত/নামায
-
পাঁচটি কাজের পাঁচটি পুরস্কার sJul 8, 2024 | ইসলামী জীবন - আদর্শ