খায়বার যুদ্ধে হুজুর করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিআল্লাহু আনহুর রানে মাথা মোবারক রেখে আরাম করছিলেন। এদিকে আসরের নামাজের সময় চলে গেল। তিনি কাঁদতে আরম্ভ করলেন। হায়! আমার আছরের নামাজ কাজা হয়ে গেল। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদ্রার ব্যাঘাতের ভয়ে ডাকলেন না। হঠাৎ এক ফোঁটা চোখের পানি নবুয়তের রাসূলের চেহারা মোবারকে পরলে তিনি জাগ্রত হয়ে যান। আলী! কাঁদছ কেন? ইয়া রাসুলুল্লাহ! আমি আছরের নামাজ পড়িনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে আঙুল দিয়ে ইশারা করলে সূর্য আছরের সময়ের স্থানে পুণরায় চলে আসে। হযরত আলী আছরের নামাজ আদায়ের পর সূর্য আবার অস্ত যায়।
Related Posts
RECENT POSTS
-
পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না sJul 8, 2024 | সালাত/নামায
-
পাঁচটি কাজের পাঁচটি পুরস্কার sJul 8, 2024 | ইসলামী জীবন - আদর্শ