ফযীলতের অধিকারী হতে হলে মুয়াযযিনদের দশটি গুণের প্রয়োজন পড়ে-

১. নামাযের সময় চেনা ও তা সংরক্ষণ করা।

২. নিজের পরিমন্ডলকে সংরক্ষণ করবেন। সুতরাং তিনি আযানের কারণে নিজের পরিমণ্ডলকে কষ্ট দেবেন না।

৩. তিনি যখন অনুপস্থিত থাকবেন তখন তাঁর মসজিদে কেউ আযান দিলে তিনি তার প্রতি অসন্তুষ্ট হবেন না।

৪. ভালভাবে আযান দেবেন।

৫. তিনি একমাত্র আল্লাহর নিকট ছওয়াব চাইবেন এবং মানুষের নিকট নিজের কৃতিত্ব প্রকাশ করবেন না।

৬. তিনি সৎকাজের আদেশ দেবেন, অসৎ কাজে নিষেধ করবেন এবং ধনী-দরিদ্র সকলকে হক কথা বলবেন।

৭. মানুষের কষ্ট না হয় এ পরিমাণ সময় ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবেন।

৮. মসজিদে কেউ তার স্থান দখল করলে তিনি তার প্রতি রাগান্বিত হবেন না।

৯. আযান ও ইকামাতের মাঝখানে নামায দীর্ঘায়িত করবেন না।

১০. তিনি মসজিদের প্রতি খেয়াল রাখবেন। এটিকে ময়লা আবর্জনা থেকে পবিত্র রাখবেন এবং বাচ্চাদের এ থেকে দূরে রাখবেন।

তাম্বীহুল গাফেলীন- ৩১৩ পৃষ্ঠা