কুরআন মাজিদে সকল নবী রাসূলের নাম বর্ণিত হয়নি। আল্লাহ তাআলা কুরআন মাজিদে সূরা নিসা ১৪৪ নং আয়াতে বলেন- و رسلا قد قصصناهم عليك من قبل و رسلا لم نقصصهم عليك অর্থাৎ আমি রাসূলদের মধ্যে কারো ঘটনাবলী আপনাকে বর্ণনা করেছি, আবার কারো কারো ঘটনা আপনার নিকট বর্ণনা করিনি। কেবল মাত্র ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাঁরা নবীও ছিলেন আবার রাসুলও ছিলেন। কিন্তু যাদেরকে কিতাব দেয়া হয়নি তাঁরা শুধুমাত্র নবী ছিলেন রাসুল ছিলেন না। নিম্নে কুরআন মাজিদে উল্লেখিত ২৬ জন নবী ও রাসূল আলাইহিমুস সালামের নাম উল্লেখ করা হলো-

১. হযরত আদম আলাইহিস সালাম

২. হযরত ইদরীস আলাইহিস সালাম

৩. হযরত নূহ আলাইহিস সালাম

৪. হযরত ইবরাহীম আলাইহি সালাম

৫. হযরত লূত আলাইহিস সালাম

৬. হযরত ইসমাঈল আলাইহিস সালাম

৭. হযরত ইসহাক আলাইহিস সালাম

৮. হযরত ইয়াকুব আলাইহিস সালাম

৯. হযরত ইউসুফ আলাইহিস সালাম

১০. হযরত শু’আঈব আলাইহিস সালাম

১১. হযরত হারূন আলাইহিস সালাম

১২. হযরত মূসা আলাইহিস সালাম

১৩. হযরত আইয়ূব আলাইহিস সালাম

১৪. হযরত দাউদ আলাইহিস সালাম

১৫. হযরত সুলাইমান আলাইহিস সালাম

১৬. হযরত ইউনুস আলাইহিস সালাম

১৭. হযরত ইলইয়াস আলাইহিস সালাম

১৮. হযরত যাকারিয়া আলাইহিস সালাম

১৯. হযরত ইয়াহ্ ইয়া আলাইহিস সালাম

২০. হযরত হূদ আলাইহিস সালাম

২১. হযরত সালিহ আলাইহিস সালাম

২২. হযরত উযাইর আলাইহিস সালাম

২৩. হযরত যুল- কিফল আলাইহিস সালাম

২৪. হযরত আল- ইয়াসা আলাইহিস সালাম

২৫. হযরত ঈসা আলাইহিস সালাম

২৬. হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।