হযরত আনাস ইবনু মালেক (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রসুল (দ.) ইরশাদ করেন-

مَنْ أَحْيَا سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي ‏.‏ وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ
যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করল, সে আমাকেই ভালবাসল, আর যে ব্যক্তি আমাকে ভালবাসল সে তো জান্নাতে আমার সাথেই থাকবে।
(তিরমিযি, আস-সুনান, হা/২৬৭৮, হাদিসটি হাসান।)

ঈদের দিনের সুন্নাহসমূহ:

১. খুব ভোরে ঘুম থেকে ওঠা সুন্নাহ। (বায়হাকী, আস-সুনানুল কোবরা, হা/৬১২৬, আবু দাউদ, হা/১১৩৫, ইবনু মাযাহ, হা/১৩১৭, ইমাম মালেক, আল-মুয়াত্তা, ২/২৪৮ পৃ. হা/৬০৯, ইমাম শাফেয়ী, আল-মুসনাদ, ১/৭৩ পৃ.)

২. গোসল করা সুন্নাহ। (ইমাম বাযযার, আল-মুসনাদ, ৯/৩২৬ পৃ. হা/৩৮৮০, সুনানু ইবনু মাযাহ, হা/১৩১৫)

৩. মিসওয়াক করা সুন্নাহ। (তাবায়েনুল হাকায়েক, ১/৫৩৮ পৃ., ইমাম কাসতাল্লানী, আল-মাওয়াহিবুল লাদুন্নিয়াহ, ৪র্থ খণ্ড, ইবাদত পর্ব।)

৪. যথা সাধ্য উত্তম পোশাক পরিধান করা সুন্নাহ। (সহিহ বুখারি, হা/৯৪৮, সুনানু নাসাঈ হা/১৫৬০, সহিহ মুসলিম, হা/ ২০৬৮)

৫. খুশবু (আতর) লাগানো সুন্নাহ। (ইমাম হাকেম, আল-মুস্তাদরাক, হা/৭৫৬০, ইমাম কাসতাল্লানী, আল-মাওয়াহিবুল লাদুনিয়াহ, ৪র্থ খণ্ড, ইবাদত পর্ব।)

৬. ফজরের নামাযের পর পরই অতি ভোরে ঈদগাহ যাওয়া সুন্নাহ। (সুনানু আবি দাউদ, ১/২৯৫ পৃ. হা/১১৩৫, হা/১১৫৭, সুনানু ইবনু মাযাহ, হা/১/৪১৮ পৃ.)

৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে কোন মিষ্টি জাতীয় খাবার সুন্নাহ। (ইমাম মালেক, আল-মুয়াত্তা, ২/২৫০ পৃ. হা/৬১৬, সহিহ বুখারি, হা/৯৫৩, সুনানু তিরমিযি, হা/৫৪২, সুনানু দারেমী, হা/১৬০৩)

৮. ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা সুন্নাহ। (ইমাম দারাকুতনী, আস-সুনান, হা/১৬৯৪, ইমাম নাসাঈ, আস-সুনান, ৩/১৯০ পৃ. হা/১৫৮০, ইমাম নাসাঈ, আস-সুনানুল কোবরা, ২/৩০২পৃ. হা/১৭৮৫)

৯. ঈদের নামায ঈদগাহে পড়া সুন্নাহ। (অর্থাৎ বিনা ওজরে মসজিদে না পড়া)। (সুনানু ইবনু মাযাহ, ১/৪১১ পৃ. হা/১২৯৫, সহিহ বুখারি, হা/৫)

১০. ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা সুন্নাহ। (সহিহ বুখারি, হা/৯৮৬, সুনানু তিরমিযি, হা/৫৪১)

১১. ঈদগাহে পায়ে হেটে যাওয়া সুন্নাহ। (সুনানু ইবনু মাযাহ, ১/৪১১ পৃ. হা.১২৯৪, হা/ ১২৯৫)

১২. ঈদুল আযহার দিনে ঈদগাহে যাওয়ার সময় তাকবীর শব্দ করে পড়া সুন্নাহ। পক্ষান্তরে ঈদুল ফিতরে তাকবীর নিঃশব্দে পড়া সুন্নাহ। (ইমাম দারাকুতনী, আস-সুনান, ২৩৮০ পৃ. হা/১৭১৪)

১৩. ঈদগাহে পাগড়ি পরিধান করা সুন্নাহ। (ইমাম বায়হাকি, আস-সুনানুল কোবরা, ৩/৩৯৭ পৃ. হা/৬১৪০)

১৪. দুঈ ঈদের সালাত আযান ইকামত ব্যতীত আদায় করা সুন্নাহ। (আবু দাউদ, আস-সুনান, হা/১১৪৭, ইমাম মালেক, আল-মুয়াত্তা, ২/২৪৮ পৃ. হা/৬০৮, বিস্তারিত জানতে সহিহুল বিহারী ৫ম খণ্ড দেখুন।)

১৫. ঈদের নামাজের পরে খুতবা সুন্নাহ। (সহিহ বুখারি, হা/৯৬২, সহিহ মুসলিম, হা/৮৮৪)

১৬. ঈদের নামাজে ৬ তাকবীর বলা সুন্নাহ। (মুসান্নাফে আব্দুর রায্যাক, ৩/২৯৩ পৃ. হা/৫৬৮৭, ইমাম তাবরানী, আল-মু’জামুল কাবীর, ৯/৩০৩ পৃ. হা/৯৫১৬)

১৭. ঈদের খুতবা পাঠকালে চুপ থাকা সুন্নাহ এবং খুতবা শুনা সুন্নাহ।
(সহিহ বুখারি, ১/৩৫২ পৃ. হা/১১১০, খতিব তিবরিযি, মিশকাত, ১/৪৩৭ পৃ. হা/১৩৮৫)

১৮. ঈদের নামাজ আদায় করে ঘরে ফিরে দু’রাকআত সালাত আদায় সুন্নাহ। (সুনানু ইবনু মাযাহ, ১/৪১০ পৃ. হা/১২৯৩)

১৯. খতিবের খুতবায় দান-সাদকা সম্পর্কে উৎসাহ দেয়া সুন্নাহ। (সুনানু নাসাঈ, ৩/১৯০ পৃ. হা/১৫৭৯)

২০. ঈদুল ফিতরের পূর্বে বেতর (বিজোড়) সংখ্যক খেজুর খাওয়া সুন্নাহ। (সহিহ বুখারি, হা/৯৫৩, খতিব তিবরিযি, মিশকাত, হা/১৪৩৩, হাকেম, আল-মুস্তাদরাক, হা/১০৯০)

২১. শরীয়তসম্মত সাজসজ্জা করা সুন্নাহ। (সহিহ বুখারি, হা/৯৪৮)

আসুন সবাই প্রিয় নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)’র সুন্নাহগুলো মেনে চলার চেষ্টা করি এবং অপর ভাইকে শেয়ার করে জানিয়ে দেই। খতিবদের বেশি জানা আমার মতে আবশ্যক, আবার অনেকে জানেন কিন্তু রেফারেন্সগুলো জানেন না, মিলিয়ে নিবেন।

( মুফতি শহিদুল্লাহ বাহাদুর)