হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন- হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন- রমজান মাসে আমার উম্মাতকে এমন ৫ টি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা পূর্বের কোন উম্মাতকে দান করা হয়নি।

১। রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকের ঘ্রাণ অপেক্ষা প্রিয়।

২। ইফতার করা পর্যন্ত ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে।

৩। অবাধ্য শয়তানগুলোকে বেড়িবদ্ধ করা হয়, ফলে অন্য সময়ে তারা যেরূপ কাছে আসতে পারে এ মাসে তেমন পারে না।

৪। প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন এবং বলেন- অচিরেই আমার বান্দারা তাদের ক্লান্তি ও কষ্ট ঝেড়ে ফেলে তোমার নিকট চলে আসবে।

৫। শেষ রাতে তাদেরকে ক্ষমা করা হয়। প্রশ্ন করা হলো- হে আল্লাহর রাসূল! এটি কি কদরের রাত? তিনি বললেন- না বরং কোন কর্মীকে তার পূর্ণ প্রতিদান দেয়া হয় যখন তার কাজ সম্পন্ন হয়।

হযরত আবু হুরায়রা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের সুসংবাদ দিয়ে বলেন- তোমাদের নিকট রমজান মাস এসেছে। এ এক বরকতময় মাস। আল্লাহ তাআলা এর রোজা তোমাদের উপর ফরজ করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খোলা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়। অবাধ্য শয়তানগুলোকে শিকলবন্দি করা হয়। আর এতে রয়েছে কদরের রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম।