সূরা কাহফের ১৮ নং আয়াতের ব্যাখ্যায় তাফসিরে রহুল বয়ানে আল্লামা ইসমাঈল হক্কী রহ. বলেন-

হযরত হাসান বসরী রহ. থেকে বর্ণিত, তিনি বলেন, কুকুরের মধ্যে এমন ১০ টি অভ্যাস রয়েছে যা প্রত্যেক মু’মিনের মধ্যে থাকা উচিত।

১) কুকুর ক্ষুধার্ত থাকে, তা নেক ব্যক্তিদের অভ্যাস।

২) তার জন্য কোনো পরিচিত ঘর থাকেনা। আর এটি হলো আল্লাহর উপর ভরসাকারীদের নিদর্শন।

৩) সে রাত্রে খুব কম ঘুমায়। আর এটি প্রেমিকদের আলামত।

৪) সে যখন মারা যায় তার কোনো পরিত্যক্ত সম্পত্তি থাকেনা। আর তা হল সংসার ত্যাগীদের একটি গুণ।

৫) সে মালিককে ছেড়ে কোথাও যায় না, যদিও তাকে করা হয় এবং তার প্রতি অত্যাচার করা হয়। আর এটি হল একনিষ্ট মুরীদ ও সৎকর্মশীলদের পরিচয়।

৬) সে জমিনের নিকৃষ্টতম স্থানে থাকতে রাযী হয়। আর এটি হল বিনয়ীদের পরিচয়।

৭) যদি তাকে তার স্থান থেকে তাড়িয়ে দেয়া হয় সে তা ছেড়ে দেয় এবং অন্য স্থানে ফিরে যায়। আর এটি হল সন্তুষ্ট ব্যক্তিদের আলামত।

৮) তাকে যখন প্রহার করা হয়, দূরে সরিয়ে দেয়া হয়, তার প্রতি অত্যাচার করা হয় এবং তার প্রতি যদি পাথরও নিক্ষেপ করা হয় কিন্তু সে অতীতে যা ঘটেছে তার প্রতি বিদ্বেষ রাখেনা। আর এটি নম্রতা – ভদ্রতা পোষণকারীদের আলামত।

৯) সে খাবারের জন্য অনেক্ষণ বসে থাকে এবং তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করে থাকে আর এটি অভাবগ্রস্তদের আলামত।

১০) যদি সে কোনো স্থান থেকে রওয়ানা হয়ে যায় তার দিকে পেচন ফিরে দেখেনা। আর এটি হল গন্তব্য স্থানে পৌঁছেছে, সফলকাম হয়েছে এমন ব্যক্তিগণের আলামত। (রাহবুরে কামিল- ৯০ পৃ.)