খানা-পিনার ব্যাপারে নিম্নলিখিত আদবগুলোর প্রতি খেয়াল রাখা প্রয়োজন। ১) খাবার বা রিযক অবশ্যই হালাল হতে হবে এবং তা যেন হারাম না হয় তার প্রতি বিশেষ যত্নবান হতে হবে। ২) খাবার গ্রহণের সময় বিনয়ের সাথে বসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- لا اكل منكئا انما انا عبد اكل كما ياكل العبد و اجلس كما يجلس العبد অর্থাৎ আমি হেলান দিয়ে খাই না, আমি একজন বান্দা, বান্দার মতই খাই এবং বান্দার মতই বসি। (বুখারী শরীফ)। ৩) উপস্থিত খাবার পছন্দ হলে খাওয়া উচিত, আর অপছন্দ হলে না খেয়ে চুপ থাকা উচিত। কোন খাবারের দুর্নাম করা বা অর্থহীন সমালোচনা করা উচিত নয়। ৪) পরিবারের সদস্যবৃন্দ, চাকর ও মেহমান এক সাথে মিলে খাবার খাওয়া উত্তম। মহিলারা শুধু মোহরিম আত্বীয় – স্বজনের সাথে মিলে-মিশে খাবে, অন্যদের সাথে নয়। ৫) খাওয়ার আগে হাত মুখ ধুয়ে পরিষ্কার – পরিচ্ছন্ন হওয়া । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- الوضوء قبل الطعام ينفي الفقر و بعده ينفي الهم অর্থাৎ খাওয়ার পূর্বে হাত ধোয়া অভাব ও দারিদ্র দূর করে এবং খাওয়ার পরে হাত ধোয়া দুশ্চিন্তা ও দুঃখ কষ্ট দূর করে। ৬) বিছমিল্লাহ বলে খাওয়া শুরু করা। প্রথমে বিছমিল্লাহ বলতে ভুলে গেলে স্মরণ হওয়া মাত্র বলতে হবে- বিসমিমিল্লাহি আউওয়ালাহু ওয়া আ-খিরাহু
Related Posts
RECENT POSTS
-
পাঁচ ব্যক্তির নামাজ কবুল হয় না sJul 8, 2024 | সালাত/নামায
-
পাঁচটি কাজের পাঁচটি পুরস্কার sJul 8, 2024 | ইসলামী জীবন - আদর্শ