সাওয়াবের নিয়তে সকল প্রকার পার্থিব সংশ্রব ত্যাগ করতঃ নির্দিষ্ট সময় মসজিদে অবস্থান করাকে এ’তেকাফ বলে।

 

এ’তেকাফের প্রকারঃ এ’তেকাফ তিন প্রকার- ১) ওয়াজিব, ২) সুন্নাতে মুয়াক্কাদাহ ও ৩) মুস্তাহাব

 

এ’তেকাফের শর্ত সমূহঃ-

 

১) নিয়ত করা। বিনা নিয়তে এ’তেকাফ করলে সকলের মতে শুদ্ধ হবেনা।

 

২) যে মসজিদে নিয়মিত আযান-একামত হয় সে মসজিদে এ’তেকাফ জায়েয হবে। এ’তেকাফের জন্য সর্বোত্তম মসজিদ হল কা’বা শরীফ, তারপর মদিনা শরীফ, তারপর মসজিদে আকসা-বায়তুল মোকাদ্দাস, তারপর জামে মসজিদ, তারপর যে মসজিদে মুসল্লী বেশী হয়। স্ত্রীগণ ঘরের মসজিদে অর্থাৎ ঘরে নামাজ পড়ার নির্দিষ্ট স্থানে বা ঘরে সুবিধা মত স্থানে এ’তেকাফ করবে। তারা ঘরে এ’তেকাফের সময় স্বাভাবিক হাজত ব্যতীত বাহির হবেনা।