কবর হাশর পুলসিরাতে মোর্শেদ মোদের উসিলা।
ঈমানবীমা করছি মোরা শাহ শফিকিয়ায়।
কতো ফিতনা – ফাসাদ আজি,
ঈমান চুরির চলছে বাজি।
শাহ শফিকী ঈমান তরি চলছে যেতে মদিনায়…
কি ভয়ানক কবর জীবন,
কেও রবেনা পাশে তখন।
আলোকিত করবেন কবর মোর্শেদ তথায় আসিয়া…
রোজ হাশরের খরতাপে,
ইয়া নফসি রব উঠিবে।
ভিড়বে তরী “শাহ শফিকী” লেওয়ায়ে হামদের ছায়ায়…
মীযান কিংবা পুলসিরাতে,
ভয় কিসের মোর মোর্শেদ আছে,
শাহ শফিকীর গোলাম আমি আবদে বারীর (রহ:) তরিকায়..
ঈমানবীমা করছি মোরা শাহ শফিকীয়ায়।

  • লেখা ও সুর- মাওলানা আনোয়ার পাশা