ভূমিকাঃ শামসুল ওলামা হযরত গোলাম সালমানী রহঃ ও হযরত মাওলানা শাহ সূফী মিয়া করিম বক্স রহঃ দুজনই বেলায়তের জগতের উজ্জ্বল নক্ষত্র। তাঁরা ছিলেন পথহারা মানুষের পথের দিশারী। ভক্ত-মুরীদের প্রাণের স্পন্ধন। তাঁরা তাদের সময়ের যুগশ্রেষ্ঠ আলিম ও সূফী ছিলেন। শামসুল ওলামা হযরত গোলাম সালমানী রহঃ ছিলেন “মোজাদ্দেদীয়া” তরিকতের শায়খ এবং হযরত মাওলানা শাহ সূফী মিয়া করিম বক্স রহঃ ছিলেন “চিস্তীয়া” তরিকতের শায়খ। চৌদ্দশত শতাব্দীর মোজাদ্দীদ ইমামুত তরিকত শাহ সূফী সৈয়্যদ আব্দুল বারী শাহ রহঃ জাহেরী ভাবে এদুজন থেকে খেলাফত লাভ করেছেন। রুহানী ভাবে তিনি আরো পাঁচজন শায়খ থেকে খেলাফত প্রাপ্ত হয়েছেন। রহমতুল্লাহি আলাইহিম ওয়া আলাইনা আজমাঈন
Related Posts
RECENT POSTS
-
দোজকের আজাব ও জান্নাতের শান্তিDec 5, 2024 | ইসলামি বই