শুনো খোদা তোমার কাছে মিনতি জানাই
মোদের প্রাণের বিনিময়ে মোর্শেদের প্রাণ চাই।
মোদের মহান মোর্শেদের প্রাণ চাই। ঐ
তোমার নূরের দু’চরণ তলে, ভাসি মোরা দু’আঁখির জলে
অশ্রুর লোনা জলে মোরা সাতরাই। ঐ
কবুল কর মোদের মোনাজাত, দান কর তারে খিজরী হায়াত
প্রাণের মালা গেঁথে বদলা দিয়ে যাই। ঐ
বলি খোদা ভেজা আঁখি পাতে, মোনাজাত রত দু’হাতে
আরশের মকাম ধরে আমরা নাড়াই। ঐ
কে আছে মোদের ধরার বুকে? শান্তি দেবার মত দুখে – সুখে
এধরণীতে মোদের আপন কেহ নাই। ঐ
এজিবনের কঠিন ঝড় বাদলে, লুকিয়ে থাকি মোরা তাঁর আচঁলে
পাখির ছানার মতো থাকি তাঁর কায়ায়। ঐ
যবে দেখি মোর্শেদের হাসি, মুক্তা ঝড়ে পড়ে রাশি রাশি
সেই হাসিতে নবিজীকে দেখতে পাই। ঐ
শয়নে স্বপনে জাগরণে, মোর্শেদ মোর্শেদ মোদের আলাপনে
তাঁর ছবি চোখে নিয়ে আমরা রাত কাটাই।