হযরত আদম আলাইহিস সালাম এর সৃষ্টি
عن ابي هريرة رضى الله عنه عن النبى صلى الله عليه و سلم قال خلق الله آدم و طوله ستون ذراعا ثم قال اذهب فسلم على اولئك النفر من الملائكة فاستمع ما يحيونك به فانه تحيتك و تحية ذريتك – فقال السلام عليكم فقالوا السلام عليك و رحمة الله فزادوا و رحمة الله فكل من يُدخل الجنة على صورة آدم فلم يزل الخلقُُ يقنص حتى الآن ( رواه البخارى و المسلم اتفاقا)
হাদিস নং- ১ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন- আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন আর তাঁর দেহের উচ্চতা ছিল ষাট গজ। অতঃপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, যাও ঐ ফেরেশ্তাদলকে সালাম করো। তারা কিভাবে তোমার সালামের জবাব দেয় তা মনোযোগ দিয়ে শুনো। কেননা, এটাই তোমার ও তোমার সন্তানদের সালাম বিনিময়ের রীতি হবে। অতঃপর তিনি গিয়ে তাদের বললেন, “আস সালামু আলাইকুম”। জবাবে তারা বললেন, “আস সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ”। তারা “ওয়ারাহমাতুল্লাহ” শব্দটি বৃদ্ধি করে জবাব দিলেন। যে ব্যক্তিই জান্নাতে প্রবেশ করবে, সে আদম আলাইহিস সালামের আকার বিশিষ্ট হবে। তবে,আদম সন্তানের উচ্চতা হ্রাস পেতে পেতে বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। (বুখারী ও মুসলিম)