হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) ইমামুত তরীকত শাহ্সুফী সৈয়্যদ আব্দুল বারী (রহ.)’র পীর মুর্শিদ ও গাউছে জমান হযরত হাফেজ হামেদ হাসান আলভী (রহ.)’র সম্মানিত পিতা।


জীবন পাঠে জানা যায়, তিনি ইন্ডিয়ার আজমগড় জেলার অন্তর্গত কোহন্তা নামক স্থানের অধিবাসী। তাঁর বংশধররা এখনও তথায় বসবাসরত আছেন। বর্তমানে তাঁর বাড়ী, তাঁরই সুযোগ্য সন্তান ও সিলসিলার প্রদীপ গাউছে জমান হযরত হাফেজ হামেদ হাসান আলভী আজমগড়ী (রহ.)’র নামানুসারে ‘বড় হাফেজী হুজুর’র বাড়ী হিসেবে সবার কাছে পরিচিত।

আরো জানা যায় যে, তথাকার কাকুরীর ‘আলভী’ বংশের সাথে তাঁর বংশসূত্র রয়েছে। তার তাঁর বংশধরদের নামের সাথে আলভী লেখা হয়।


হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.)’র জন্ম তারিখ সম্পর্কে জানা যায়নি। তাঁর শিক্ষা জীবন সম্পর্কে শুধুমাত্র এতটুকু জানা যায় যে, তিনি তৎকালীন সময়ের একজন আলেমে দ্বীন ও ইলমে তরিকতে আরেফে কামিল ছিলেন। কর্মজীবনে হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) পারিবারিকভাবে চাষাবাদের কাজ করতেন এবং তৎকালীন ব্রিটিশ সরকারের জরীপ বিভাগের পরিদর্শক ছিলেন। পরবর্তীতে জরিপ বিভাগের কর্মব্যস্ততা বেড়ে যাওয়ায় চাষাবাদ ছেড়ে দিতে বাধ্য হন। হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) চিশ্তিয়া নেজামিয়া তরিকতের শায়খ ছিলেন। তাঁর পীর-মুর্শেদ ছিলেন প্রখ্যাত অলীয়ে কামিল হযরত শাহ্ নেজাবত আলী (রহ.) এবং তাঁর পীর-মুর্শেদ হলেন হযরত মিসকিন শাহ্ (রহ.)। হযরত শাহ নেজাবত আলী রহঃ তাঁর মুরীদ ও খলিফা হযরত মাওলানা মিয়া করীম বক্স রহঃ’র বাড়িতে তালিমে তরিকতের কাজে এসে ইন্তিকাল করেন। হযরত মাওলানা মিয়া করীম বক্স রহঃ নিজে নিজ পীরের দাফন-কাফনের ব্যবস্থা করেন। তিনি জানাযার পড়ায়ে তাঁদের পারিবারিক কবরস্থানে হযরত শাহ নেজাবত আলী রহঃ কে দাফন করেন।


সরকারি কর্মব্যস্ততা সত্তেও হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) রিয়াজত, মোরাকাবা-মোশাহাদা, জিকির-আজকার ইত্যাদির মাধ্যমে কামালিয়্যত অর্জন করেছিলেন। এমনকি হযরত শেখ শাহ্ নেজাবত আলী (রহ.) তাকে খেলাফত প্রদান করেন। সরকারি কর্মব্যস্ততা নিয়ে বার্মা ও কলকাতা সহ ব্রিটিশ সরকারের আওতাধীন বিভিন্ন অঞ্চলে প্রয়োজনের তাগিদে যেতে হতো। এমনকি, হযরত মাওলানা মিয়া করীম বক্স রহঃ কলকাতা – চট্টগ্রাম হয়ে ইয়াংগুন / রেঙ্গুন ও আকিয়াব সফর করেন। তাঁর আদর্শ চাল-চলন ইত্যাদিতে মোহিত হয়ে সত্যিকারের তরিকত সন্ধানী অনেক মানুষ তাঁর কাছে মুরিদ হতো।
এমন ঘটনা অবতারণা হয়েছিল ইমামুত তরিকত শাহ্ সৈয়্যদ আব্দুল বারী (রহ.)’র ব্যাপারেও।


ইমামুত তরিকত শাহ সূফি সৈয়্যদ আব্দুল বারী রহ’র প্রত্যেক জীবনী লিখকগণ এ ঘটনার অবতারণা করেছেন। তা হলো- চৌদ্দশত শতাব্দীর মুজাদ্দিদ ইমামুত তরিকত শাহ্সুফী সৈয়্যদ আব্দুল বারী (রহ.) আধ্যাত্মিক সাধনায় উৎসাহী হয়ে প্রথমে এক পীরের কাছে মুরীদ হয়েছিলেন। কিন্তু মুরীদ হওয়ার পর তাকে বলা হলো- ‘আপনিতো মুরীদ হয়েছেন। এখন আর নামাজ-রোজা লাগবে না।’ একথা শুনে তিনি খুবই মর্মাহত হয়ে বে-নামাজী পীর-মুরীদি হতে তওবা করেন। কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি সঠিক পীরের সন্ধানে লেগে পড়লেন। হঠাৎ একদিন তারই বাল্য শিক্ষক মীর্জা নিয়াজ আলী রহঃ খবর দিলেন যে, আজ তৃষ্ণার্তের কাছে কুপ এসে গেছে, আসুন আপনার অন্তরের তৃষ্ণা নিবারণ করুন।
অর্থাৎ হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) কলকাতায় জরিপ অফিসে যাওয়ার পথে হুগলীর এক মসজিদে অবস্থান করেন। হযরত সৈয়্যদ শাহ্ (রহ.) খবর পেয়ে তাঁর খেদমতে হাজির হয়ে বললেন, ‘হযরত! আল্লাহর ওয়াস্তে আমাকে আল্লাহ আল্লাহ করার পদ্ধতি বলে দিন।
ইমামুত তরীকত সৈয়্যদ আব্দুল বারী (রহ.)’র মূখ নি:সৃত এ কথাটির তা’সীর বা প্রভাব এখনো শফিকীয়া দরবার শরীফসহ এ সিলসিলার শাখা-প্রশাখা পৃথিবীর যেখানে আছে, সেখানে পাওয়া যায়।
এ সিলসিলাতে পীর ও মুর্শিদ আপন মুরিদকে যখন ক্বলব, রূহ ও ছির ইত্যাদি লতায়েফে আশারায় তাওয়াজ্জুহ দেওয়ার সময় উক্ত লতিফা সমূহের স্থান বাতলে দিয়ে বলেন, ‘এখানে ‘আল্লাহ! আল্লাহ! খেয়াল করুন।, এভাবে তরিকতপন্থীর কাছে এমন এক সময় আসে যে, তরিকতপন্থী নিজ কানে শুনবেন তার উল্লেখিত লতিফায় ‘আল্লাহ আল্লাহ’ জিকির চলছে। এমনকি সমস্ত শরীর ও গাছপালা পশু পাখির জিকিরের আওয়াজ তার কাছে প্রকাশ পাবে। যাকে তাসাওউফের ভাষায় ‘সুলতানুল আজকার’ বলা হয়। তবে এ অবস্থা সৃষ্টি হওয়ার জন্য তরিকতপন্থী ছালেককে হালাল-হারাম মেনে চলা সহ পীর-মুর্শিদের নির্দেশনা মোতাবেক কঠোর পরিশ্রম করতে হবে। এ ব্যাপারে বিস্তারিত জানতে আমার প্রাণ প্রিয় মুর্শেদে দস্ত মোবারকে লিখিত ‘মিফতাহুস্ সালেকীন’ নামক কিতাব খানা পাঠ করার অনুরোধ রইল।

যা হোক, হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) হযরত সৈয়্যদ শাহ্ (রহ.)’র গভীর আগ্রহ দেখে প্রথমে তাকে চিশ্তীয়া তরিকতের পাস-আন্ফাস জিকিরের পদ্ধতি শিখিয়ে দিলেন। বাড়িতে চলে গেলেন সৈয়্যদ শাহ্ (রহ.) এবং নির্দেশিত পন্থায় রাতে জিকির করার সময় কাঙ্খিত অবস্থা ‘আল্লাহ আল্লাহ’ প্রকাশ হওয়াতে আনন্দে বিভোর হয়ে শয়ন না করে সারারাত জিকির-আজকারের অতিবাহিত করে আবার সকালে হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.)’র সাথে সাক্ষাৎ করতে গেলেন। পীর সাহেবের সামনে রাতের অবস্থার কথা তুলে ধরলেন। শুনে পীর সাহেব খুশি হয়ে তাকে চিশ্তিয়া তরিকতের বায়াত করায়ে অন্যান্য জিকির মোরাকাবা-মোশাহাদার তালিম দিলেন।


কিছুদিন অতিবাহিত হওয়ার পর মোরাকাবার হালতে তিনি জিকিরে মশগুল, এমন সময় দেখলেন চিশতিয়া তরিকতের ইমাম হযরত খাজা মুঈনুদ্দীন আজমিরী রহঃ রুহানী ভাবে তশরীফ আনলেন। হযরত সৈয়্যদ সাহেব (রহ.) কে লক্ষ্য করতে বললেন- ‘সিলসিলা ঠিক আছে; কিন্তু তা’লীমের সম্পর্ক আমার সাথে হবে।’ এ বলে হযরত খাজা সাহেব রহঃ তাকে জিকিরের আরো বিস্তারিত তালীম দিলেন।
পরবর্তীতে ইমামুত তরীকত সৈয়্যদ আব্দুল বারী রহঃ কে হযরত মাওলানা মিয়া করিম বক্স রহঃ চিশ্তিয়া নেজামীয়া তরিকার খেলাফত প্রদান করেন। হযরত মাওলানা মিয়া করিম বক্স রহঃ ১৮৮৮-৮৯ সনের কোন এক সময় ইন্তিকাল করেন।
কোহন্তায় নিজ বাড়ীর অদূরে তাদের পারিবারিক কবর স্থানে তাঁর পীরের পার্শে দাফন করা হয়। সেখানে মাজার শরীফ রয়েছে। হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) ইন্তিকালের পূর্বে তাঁর সুযোগ্য সন্তান হযরত হাফেজ হামেদ হাসান আলভী আজমগড়ী (রহ.) কে তাঁরই খলিফা হযরত সৈয়্যদ শাহ্ (রহ.)’র হাতে তুলে দিয়ে মুরীদ করিয়ে দিলেন।
হযরত সৈয়্যদ আব্দুল বারী (রহ.) তাঁর পীর-মুর্শিদের সন্তান হযরত হাফেজ হামেদ হাসান আলভী আজমগড়ী (রহ.) কে নিয়মিত শরিয়ত-তরিকতের তা’লীম ও তরবিয়্যত দিয়ে কামেল মোকাম্মেল করে গড়ে তুলেন এবং খেলাফত প্রদান করেন।

কুতবুল ইরশাদ গাউছে জামান হযরত হাফেজ হামেদ হাসান আলভী রহঃ সম্পর্কে ভিজিট করুন-https://msushafiqy.com/%e0%a6%95%e0%a7%81%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%87%e0%a6%b0%e0%a6%b6%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9-%e0%a6%b8%e0%a7%82%e0%a6%ab/


যার মাধ্যমে আজ শুধুমাত্র ভারতীয় উপমহাদেশ নয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এ সিলসিলা জারী রয়েছে। আর শফিকীয়া দরবার শরীফের মহান মোর্শেদ বরহক (ম.জি.আ.) সে সিলসিলার একজন উজ্জ্বল আলোকবর্তিকা।
হযরত মাওলানা মিয়া করিম বক্স (রহ.) সম্পর্কে যদি কারো কাছে এর চেয়ে বেশি কিছু জানা থাকে। জানালে সিলসিলার খেদমত হবে।

তথ্যসূত্রঃ- আয়নায়ে দরবারে গারাংগিয়া – আহমদুল ইসলাম চৌধুরী