আমর ইবনু আবূ সুফিয়ান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশ ব্যাক্তিকে গোয়েন্দা হিসাবে সংবাদ সংগ্রহের জন্য প্রেরণ করেন এবং আসিম ইবনু সামিত আনসারীকে তাদের দলপতি নিযুক্ত করেন। যিনি আসিম ইবনু উমর খাত্তাবের মাতামহ ছিলেন। তাঁরা রওয়ানা হয়ে গেলেন, যখন তাঁরা উসফান ও মক্কার মধ্যবর্তী হাদআত নামক স্থানে পৌঁছেন, তখন হুযায়েল গোত্রের একটি প্রশাখা যাদেরকে লেহইয়ান বলা হয় তাদের কাছে তাদের সম্পর্কে আলোচনা করা হয়। তারা প্রায় দু’শত তীরন্দাজ ব্যাক্তিকে তাদের পচাদ্ধবনে প্রেরণ করে। এরা তাঁদের চিহৃ অনুসরণ করে চলতে থাকে। সাহাবীগণ মদিনা থেকে সাথে নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন, অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল, তখন এরা বলল, ইয়াসরিবের খেজুর। এরপর এরা তাঁতের পদচিহৃ অনুসরণ করে চলতে লাগল।যখন আসিম ও তার সাথীগণ তাদের দেখলেন, তখন তাঁর একটি উচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন। আর কাফিরগণ তাঁদের ঘিরে ফেলল এবং তাঁদেরকে বলতে লাগল, তোমরা অবতরণ কর ও স্বেচ্ছায় বন্দীত্ব বরণ কর। আমরা তোমাদের অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিচ্ছি যে, তোমাদের মধ্য থেকে কাউকে আমরা হত্যা করব না। তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত (রাঃ) বললেন, ‘আল্লাহর কসম! আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করবো না। হে আল্লাহ! আমাদের পক্ষ হতে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সংবাদ পৌঁছিয়ে দিন।’ অবশেষে কাফিরগণ তীর নিক্ষপ করতে শুরু করল আর তারা আসিম (রাঃ) সহ সাতজনকে শহীদ করল। এরপর অবশিষ্ট তিনজন খুবাইব আনসারী, যায়দ ইবনু দাসিনা (রাঃ) ও অপর একজন তাদের দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের উপর নির্ভর করে তাদের নিকট অবতরণ করলেন। যখন কাফিররা তাদেরকে আয়ত্বে নিয়ে নিল, তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে (সেই রশি দিয়ে) তাঁদের বেধে ফেললো। তখন তৃতীয়জন বলে উঠলেন, ‘সূচনাতেই বিশ্বাসঘাতকতা! আল্লাহর কসম! আমি তোমাদের সাথে যাবো না, আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব, যারা শাহাদাত বরণ করেছে।’ কাফিরগণ তাঁকে তাদের সঙ্গে টেনে নিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু তিনি যেতে অস্বীকার করেন। তখন তারা তাঁকে শহীদ করে ফেলে এবং তারা খুবাই ও ইবনু দাসিনাকে নিয়ে চলে যায়।অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে। এ বদর যুদ্ধের পরবর্তী সময়ের কথা। তখন খুবাইবকে হারিস ইবনু আমিরের পুত্রগণ ক্রয় করে নেয়। আর বদর যুদ্ধের দিন খুবাইব (রাঃ) হারিস ইবনু আমিরকে হত্যা করেছিলেন। খুবাইব (রাঃ) কিছু দিন তাদের নিকট বন্দী থাকেন। ইবনু শিহাব (রহঃ) বলেন, আমাকে উবাইদুল্লাহ ইবনু আয়ায অবহিত করেছেন, তাঁকে হারিসের কন্যা জানিয়েছেন যে, যখন হারিসের পুত্রগণ খুবাইব (রাঃ)-কে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল, তখন তিনি তাঁর নিকট থেকে ক্ষৌর কাট সম্পন্ন করার উদ্দেশ্যে একটা ক্ষুর ধার চাইলেন। তখন হারিসের কন্যা তাকে এক খানা ক্ষুর ধার দিল। (সে বলেছে) সে সময় ঘটনাক্রমে আমার এক ছেলে আমার অজ্ঞাতে খুবাইবের নিকট চলে যায় এবং আমি দেখলাম যে, আমার ছেলে খুবাইবের উরুর উপর বসে রয়েছে এবং খুবাইবের হাতে রয়েছে ক্ষুর। আমি খুব ভয় পেয়ে গেলাম। খুবাইব আমার চেহারা দেখে বুঝতে পারলেন যে, আমি ভয় পাচ্ছি। তখন তিনি বললেন, তুমি কি এ ভয় করো যে, আমি এ শিশুটিকে হত্যা করে ফেলব? কখনো আমি তা করবো না।(হারিসের কন্যা বলল) আল্লাহর কসম! আমি খুবাইবের ন্যায় উত্তম বন্দী কখনো দেখিনি। আল্লাহর শপথ! আমি একদিন দেখলাম, তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় আঙ্গুর ছাড়া থেকে খাচ্ছেন, যা তার হাতেই ছিল। অথচ এ সময় মক্কায় কোন ফলই পাওয়া যাচ্ছিল না। হাসসের কন্যা বলতো, এ তো ছিল আল্লাহ তা‘আলার পক্ষ হতে প্রদত্ত জীবিকা, যা তিনি খুবাইবকে দান করেছেন। এরপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হেরেম থেকে হিল্লের দিকে নিয়ে বের হয়ে পড়ল, তখন খুবাইব (রাঃ) তাদের বললেন, আমাকে দু’ রাকাআত সালাত (নামায/নামাজ) আদায় করতে দাও। তারা তাঁকে সে অনুমতি দান করল। তিনি দু’ রাকাআত সালাত আদায় করে নিলেন।তারপর তিনি বললেন, ‘তোমরা যদি ধারণা না করতে যে, আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি তবে আমি সালাত (নামায/নামাজ)কে দীর্ঘায়িত করতাম। হে আল্লাহ! তাদেরকে এক এক করে ধ্বংস করুন।’ তারপর তিনি এ কবিতা দু’টি আবৃত্তি করলেনঃ ‘‘যখন আমি মুসলিম হিসাবে শহীদ হচ্ছি তখন আমি কোনরূপ ভয় করি না। আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, (তাতে আমার কিছু যায় আসে না)। আমার এ মৃত্যু আল্লাহ তা‘আলার জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছা করেন, তবে আমার দেহের প্রতিটি খন্ডিত জোড়াসমূহে বরকত সৃষ্টি করে দিবেন।’’ অবশেষে হারিসের পুত্র তাঁকে শহীদ করে ফেলে। বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দী অবস্থায় শহীদ করা হয় তার জন্য দু’রাকাত সালাত (নামায/নামাজ) আদায়ের এ রীতি খুবাইব (রাঃ)-ই প্রবর্তন করে গেছেন।যেদিন আসিম (রাঃ) শাহাদাত বরণ করেছিলেন, সেদিন আল্লাহ তা‘আলা তাঁর দুআ কবুল করেছিলেন। সেদিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবাগণকে তাঁদের সংবাদ ও তাঁদের উপর যা’ যা’ আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন। আর যখন কুরাইশ কাফিরদেরকে এ সংবাদ পৌঁছানো হয় যে, আসিম (রাঃ)-কে শহীদ করা হয়েছে তখন তারা তাঁর নিকট এক ব্যাক্তিকে প্রেরণ করে, যাতে সে ব্যাক্তি তাঁর মরদেহ থেকে কিছু অংশ কেটে নিয়ে আসে। যেন তারা তা দেখে চিনতে পারে। কারণ, বদর যুদ্ধের দিন আসিম (রাঃ) কুরাইশদের জনৈক নেতৃস্থানীয় ব্যাক্তিকে হত্যা করেছিলেন। আসিমের মরদেহের (হেফাজতের জন্য) মৌমাছির ঝাঁক প্রেরিক হল (এই মৌমাছিরা) তাঁর দেহ আবৃত করে রেখে তাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করল। ফলে তারা তাঁর দেহে হতে কোন এক টুকরা গোশত কেটে নিতে সক্ষম হয়নি। বোখারী শরীফ হাদিস নং ২৮৩১ ইফাবা
- আল কুরআনুল মাজিদ
-
Featured
-
Featured
-
Featured
-
- আল হাদিস / আস সুন্নাহ
- হাদিসে কুদসী সংকলন
- হাদিস শরীফের কাহিনী
- হাদিস শরীফের কাহিনী (১) বান্দা যেমন আল্লাহও বান্দার সাথে তেমন আচরণ করেন- ঠ
- হাদিস শরীফের কাহিনী (২) গুহার তিন ব্যক্তির ঘটনা ও নেক আমলের ওয়াসীলা দিয়ে দু’আ করা
- হাদিস শরীফের কাহিনী (৩)
- হাদিস শরীফের কাহিনী (৪) খুবাইব,আছিম ও যায়িদ ইবনে দাসিনা রাঃ এর শাহাদাত বরণ-
- হাদিস শরীফের কাহিনী (৫)
- হাদিস শরীফের কাহিনী (৬) মিরাজ/ইসরার ঘটনা
- হাদিস শরীফের কাহিনী (৭) দাজ্জালের আভির্ভাব, মক্কা ও মদিনার নিরাপত্তা বিধান
- হাদিস শরীফের কাহিনী (৮) রাসূল দ. এর থুথু মোবারকের বরকত, খাবার সামনে নিয়ে দোয়া করা জায়েয। যাকে আমরা “ফাতিহা” বলি।
- হাদিস শরীফের কাহিনী (৯) ইলম ও ধন – সম্পদের ব্যাপারে সতর্কতা
- হাদিস শরীফের কাহিনী (১০) ইলম, দান-সদকা ও সম্পদের ব্যবহার
- হাদিস শরীফের কাহিনী (১১) প্রকাশ্য অপ্রকাশ্য সব আল্লাহ শুনেন। অঙ্গ – প্রত্যঙ্গ মানুষের বিপক্ষে সাক্ষ্য দেবে।
- উসওয়ায়ে হাসানাহ: পানাহার ও ঘুমানোর আদব
- নবি করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ২৫ টি প্রশ্ন ও উত্তর
- কিয়ামতের আলামত
- আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত
- ইবাদাত – বন্দেগী
- ঈদে মিলাদুন্নবী(দরুদ)
- রোযা/সিয়াম
- সালাত/নামায
- আযানের আদব সমূহ
- আজানের জবাব দেওয়া
- যে যে কারণে সাহু সিজদা দিতে হবে।
- নামাজে সামনের কাতার পরিপূর্ণ হলে কোথায় দাঁড়াবে
- নামাজের ভিতরে “আমীন” নিম্ন স্বরে বলা
- ফরজ নামাযের পর সম্মিলিত দোআ
- শুধুমাত্র তাকবীরে তাহরীমাতে হাত উত্তোলন করার দলিল
- সংক্ষেপে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত ও মুস্তাহাব কাজ সমূহ
- জুমার ছানী আযান ইমামের সামনে দিবে
- হজ্জ-উমরাহ ও কোরবানি
- ইসলামী জীবন – আদর্শ
- সাওয়ানেহ হায়াত/ জীবনী
- তাসাওফ – তরিকত
- কিতাব
- ইতিহাস ও ঐতিহ্য
- বারীয়া মু্নিরীয়া সিলসিলার মাশায়েখ
- বার মাসের ফজিলত ও আমল
- হামদ,নাত ও গজল
- মাসনুন দোয়া ও মোনাজাত
- অন্যান্য
- বিজ্ঞান
- অভিধান – লোগাত
- মাসয়ালা-মাসায়েল
- জুমার দিনের ফজিলত
- ফরজ গোসলের সঠিক নিয়ম
- ইসলামে দাঁড়ি রাখার বিধান
- ঘরে প্রবেশ কালে অনুমতি নেয়া আবশ্যক
- ঈদের নামাযের খোতবার তাকবীর
- حكم مسح الوجه باليدين بعد الدعاء
- ঈদের রাতের ফজিলত
- ঈদের দিনে করণীয় – সুন্নতসমূহ
- আঙ্গুল চুম্বন করার দলিল
- نداء يا محمد/ يارسول الله صلى الله عليه وسلم
- الدليل المتين فى على جواز التوسل
- আসলেই কি বীর্য পাক
- উটের বৈচিত্র্যময় জিবন
- নির্দিষ্ট মাযহাব মানা ইজমায়ে উম্মত
- লা-মাযহাবীদের নিকট কিছু প্রশ্ন?
- ফিদয়া
- ভিডিও কলের মাধ্যমে বিবাহের বিধান
- তারাবীহ ও তাহাজ্জুদ নামায পার্থক্য
- ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
- ২০ রাকাত তারাবীহ ইজমায়ে সাহাবা।
- ফটো গ্যালারী
- আরবিতে বিভিন্ন পরীক্ষার নাম
- রাসুলূল্লাহর লাশ মোবারক চুরির চক্রান্তঃ
- অর্থ এক রকম, প্রায়োগিক ক্ষেত্র ভিন্ন
- ইসলামি বই
- Privacy Policy
Select Page