তারাবির নামাজ ২০ রাকায়াত সুন্নাতে সাহাবা। আর সুন্নাতে সাহাবা দৃঢ়ভাবে ধারণ করার ব্যাপারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন।
রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আরো নির্দেশ দিয়েছেন, তারা যেন খুলাফায়ে রাশেদীন বিশেষ করে আবু বকর রা. ও উরম রা.-এর সুন্নাহ ও আদর্শকে দৃঢ়তার সাথে গ্রহণ করে। তিনি বলেছেন-

إِنّهُ مَنْ يَعِشْ مِنْكُمْ بَعْدِي فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِسُنّتِي وَسُنّةِ الْخُلَفَاءِ الرّاشِدِينَ الْمَهْدِيِّينَ، تَمَسّكُوا بِهَا، وَعَضّوا عَلَيْهَا بِالنّوَاجِذِ.

قال الترمذي: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.

কোনো সন্দেহ নেই, আমার পর যারা বেঁচে থাকবে তারা অনেক এখতেলাফ দেখতে পাবে। তখন আমার সুন্নাহ এবং হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশেদীনের সুন্নাহকে গ্রহণ করবে। এই আদর্শকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে এবং মাঢ়ীর দাঁত দিয়ে কামড়ে থাকবে। জামে তিরমিযী, হাদীস ২৬৭৬; সুনানে আবু দাউদ, হাদীস ৪৬০৭; মুসনাদে আহমাদ, হাদীস ১৭১৪৪, ১৭১৪৫

আরেক হাদীসের নির্দেশ

اقْتَدُوا بِاللّذَيْنِ مِنْ بَعْدِي أَبِي بَكْرٍ، وَعُمَرَ.

قال الترمذي: هَذَا حَدِيثٌ حَسَنٌ.

আমার পর তোমরা আবু বকর ও উমরের অনুসরণ করবে। জামে তিরমিযী, হাদীস ৩৬৬২, ৩৬৬৩; মুসনাদে আহমাদ, হাদীস ২৩২৪৫, ২৩২৭৬, ২৩৩৮৬; সহীহ ইবনে হিব্বান, হাদীস ৬৯০২